1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশ মুইজ্জুর

  • আপডেট সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৬৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : শপথ নেওয়ার একদিন পর মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আনুষ্ঠানিকভাবে ভারতকে দেশ থেকে সামরিক উপস্থিতি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। শনিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই নির্দেশ এসেছে।

ঘোষণায় বলা হয়েছে, শনিবার সকালে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে দেখা করেছিলেন। ওই সময় প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহারের অনুরোধ করেছিলেন।

মালদ্বীপে ভারতের প্রায় ৭০ জন সেনা ম্যানিং রাডার এবং নজরদারি বিমান রয়েছে। ভারতীয় যুদ্ধজাহাজ দেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে টহল দিতেও সাহায্য করে।

মালদ্বীপ থেকে বিদেশি সেনা প্রত্যাহার নতুন প্রেসিডেন্টের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল। শুক্রবার শপথ নেওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিলেন।

ভারতের নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট মুইজু বলেছেন, ‘মালদ্বীপে কোনো বিদেশি সামরিক কর্মী থাকবে না। যখন আমাদের নিরাপত্তার কথা আসে, আমি একটি রেড লাইন আঁকব। মালদ্বীপ অন্যান্য দেশের রেড লাইনকেও সম্মান করবে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ