1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

হরতালে রাজধানীতে বেড়েছে যান চলাচল

  • আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন আজ। সোমবার (২০ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে যানবাহন চলাচল গতকালের তুলনায় কিছুটা বেড়েছে। তবে মানুষের উপস্থিতি কিছুটা কম। আজও ঢাকা থেকে ছাড়েনি দূরপাল্লার কোনো বাস। প্রধান সড়কগুলোর মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও সড়কে গণপরিবহন চেয়ে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলের সংখ্যা বেশি। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম। যানজটও দেখা যায়নি সড়কগুলোতে।

গণপরিবহন সংকটের অজুহাতে রিকশা ও অটোরিকশার চালকরা বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

রাজধানীর বিভিন্ন সড়কে বাস, অটোরিকশা, প্রাইভেটকার, মোটরসাইকেল, মিনি ট্রাক ও পিকআপ ভ্যানের স্বাভাবিক চলাচল দেখা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের অস্থায়ী শেড বানিয়ে নির্বাচনী প্রচারণামূলক গান বাজাতে দেখা গেছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপিসহ সমমনাজোটগুলো সারাদেশে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২৯ অক্টোবর থেকে অবরোধ-হরতালের মতো কর্মসূচি দিয়ে আসছে বিএনপি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ