1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

ইউনেস্কোর তিন কমিটিতে নির্বাচিত হলো বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) তিনটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এগুলো হলো—ইউনেস্কো‘র নির্বাহী বোর্ড (২০২৩ থেকে ২০২৭ মেয়াদ), ইন্টারন্যাশনাল কো- অর্ডিনেটিং কাউন্সিল ফর দ্য ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার এবং ইন্টারগভর্মেন্টাল বায়োএথিক্স কমিটি।

মঙ্গলবার (২১ নভেম্বর) প্যারিসে অবস্থিত ইউনেস্কো সদর দপ্তরের জনসংযোগ শাখা ও ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস থেকে এসব তথ্য জানা গেছে।

এবার ইউনেস্কোর সাধারণ সভার অধিবেশনে ১৯৫টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। এ সাধারণ সভা গত ৭ নভেম্বর শুরু হয়েছে। শেষ হবে ২২ নভেম্বর। বাংলাদেশ থেকে শিক্ষামন্ত্রী দীপু মনির নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সাধারণ সভায় যোগ দেন। শিক্ষামন্ত্রী গত ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর সাধারণ সভার বিভিন্ন অধিবেশনে অংশ নেন।

ইউনেস্কো সদর দপ্তরের জনসংযোগ শাখার তথ্য বলছে, গত ১৫ নভেম্বর প্যারিসের স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচনে ভোট গ্রহণ চলে। নির্বাহী বোর্ডের ১৮৪ সদস্যের মধ্যে ১৮১ সদস্য ভোট দেয়। বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়। নির্বাচনের ফল ঘোষণার পর ইউনেস্কোর মহাপরিচালক অঁদ্রে আজুলে বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনিকে অভিনন্দন জানান এবং উভয়ে একযোগে আগামী দিনেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

গত ১৬ নভেম্বর ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটিং কাউন্সিল ফর দ্য ম্যান অ্যন্ড বায়োস্ফিয়ার এবং ইন্টারগভর্মেন্টাল বায়োএথিক্স কমিটিতে নির্বাচিত হয় বাংলাদেশ।

এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো ইউনেস্কোতে মানুষ ও জীবজগতের সংরক্ষণ এবং জৈবনীতি প্রণয়নে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলো।

ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটিং কাউন্সিল ফর দ্য ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার কমিটির নির্বাচনে বাংলাদেশ ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ইন্টারগভর্মেন্টাল বায়োএথিক্স কমিটিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও ইরান সরে দাঁড়ায়। এতে বাংলাদেশ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো ইউনেস্কোর কার্যক্রম। ১৯৪৫ সালের নভেম্বরে লন্ডন সম্মেলনে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। ফ্রান্সের রাজধানী প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ