1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন (৩৪) ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় শাহাদাত হোসেনের বড়ভাই আনোয়ার হোসেন (৪৫) আহত হয়েছেন। সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে শাহাদাত হোসেনকে হুমকি দিয়ে আসছিল। এর জেরে মঙ্গলবার রাতে মিঠাদিঘী এলাকায় শাহাদাত হোসেনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এসময় ভাইকে বাঁচাতে এগিয়ে এসে হামলার শিকার হন শাহাদাতের ভাই আনোয়ার।

স্থানীয়রা শাহাদাত ও আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাত হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত আনোয়ার বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ