নিজস্ব প্রতিবেদক : ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩’ পেল বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকিং ও আর্থিক সেবা প্রদানে বিশেষ অবদান রাখায় ‘বিজনেস মার্চেন্ট’ ক্যাটাগরিতে ওয়ালটন প্লাজাকে এই পুরস্কার দেয় গ্লোবাল পেমেন্ট প্রসেসিং প্রতিষ্ঠান মাস্টারকার্ড।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হানের হাতে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড’র ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক মো. শরাফত উল্ল্যাহ খান ও বৈদেশিক মুদ্রানীতি বিভাগের পরিচালক মো. সারওয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার মানবসম্পদ বিভাগের প্রধান মো. ফয়সাল ওয়াহিদ, বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ পুরস্কারপ্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে ওয়ালটন প্লাজাসহ আর্থিক, লাইফস্টাইল, রিটেইল চেইন, হেলথ কেয়ার, মোবাইল আর্থিক সেবা খাতের মোট ২৭ প্রতিষ্ঠানকে ১৭টি ক্যাটাগরিতে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। মাস্টারকার্ড বাংলাদেশ অফিসের এক দশক পূর্তি উপলক্ষে এই পুরস্কার প্রদানের আয়োজন করা হয়।