নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর প্রথম ধাপের অনুষ্ঠিত লিখিত পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। পাশাপাশি এই পরীক্ষার পরবর্তী কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) রিটের বিষয়টি জানা গেছে। এর আগে মঙ্গলবার বরিশাল বিভাগের পরীক্ষার্থী ফাতেমা আক্তার সাথী রিট করেন। রিটে পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার দাবি জানানো হয়েছে।
রিট আবেদনে বলা হয়, গত ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় প্রশ্নফাঁস, ডিভাইস জালিয়াতি, প্রক্সি ও দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছে। তাই এ পরীক্ষা বাতিল চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৮ ডিসেম্বর) রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাসমূহের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন বিভগের ১৮টি জেলায় পরীক্ষার্থী ছিলো ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।