আন্তর্জাতিক ডেস্ক : প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নের টাকুম্বু পেনিটেনশিয়ারি কারাগারে পুলিশ ও সামরিক বাহিনীর অভিযানে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) চীনের বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার প্যারাগুয়ের নিরাপত্তা বাহিনীর ওই অভিযানে ৯ জন কয়েদি এবং জাতীয় পুলিশের কৌশলগত গ্রুপের একজন এজেন্ট নিহত হয়েছেন। এছাড়াও ২০ জন কয়েদি এবং ৩৬ জন পুলিশ ও সামরিক এজেন্ট আহত হয়েছেন।
টাকুম্বু কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য এই অভিযান চালানো হয়। কারাগারটির নিয়ন্ত্রণ রোটেলা গোষ্ঠী নামে পরিচিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর হাতে ছিল।
ন্যাশনাল পুলিশ জানিয়েছে, কয়েদিদের সঙ্গে তীব্র লড়াইয়ের পর পুলিশ ও সামরিক এজেন্টরা সন্ত্রাসী দলটির নেতা আরমান্দো জাভিয়ের রোটেলার সেলব্লকে পৌঁছাতে সক্ষম হোন। তাকে গ্রেপ্তার করে ভিনাস কিউ সামরিক কারাগারে নেওয়া হয়েছে।
টাকুম্বু কারাগারটি প্যারাগুয়ের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী হিসেবে পরিচিত রোটেলার নিয়ন্ত্রণে ছিল। এখানে বসে তিনি দেশটির বিভিন্ন অঞ্চলে মাদকপাচারসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন।
অভিযানে অসংখ্য ছুরি ও আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ঘরে তৈরি বিস্ফোরক, মোবাইল ফোন ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।