1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
হেডলাইন :
বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন মোজো এখন বাংলাদেশের ‘১ নম্বর’ বেভারেজ ব্র্যান্ড ১ টাকা কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল ১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার আল্টিমেটাম থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ ল্যাবরেটরির মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম সম্প্রসারিত হবে: খাদ্য উপদেষ্টা দেশে এখন রিজার্ভ ২০ বিলিয়নের ওপরে: গভর্নর টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংকের ৪০০তম শাখা উদ্বোধন ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা ইসলামী ব্যাংকের বঙ্গবাজার উপশাখা উদ্বোধন

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৩ শুরু

  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শনিবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৩।’

দুপুরে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

উদ্বোধনী দিনে প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডের খেলা শেষে ৬০ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন।

এবারের প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ফিদে মাস্টার মনন রেজা নীড়, অনত চৌধুরী, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার মো. শরীফ হোসেন, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ক্যান্ডিডেট মাস্টার মো. মাছুম হোসেন, ক্যান্ডিডেট মাস্টার মো. শওকত বিন ওসমান শাওন, ক্যান্ডিডেট মাস্টার মো. আবজিদ রহমান, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, ফিদে মাস্টার মো. সাইফ উদ্দীন, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবুসহ মোট ১২৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

আজ প্রথম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবুকে, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার ওসমান গনিকে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন মো. ফয়সাল ইউসুফ, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাফায়েত কিবরিয়া আজানকে, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস মনিরুজ্জামান মনিকে, ফিদে মাস্টার মনন রেজা নীড় রাজীব হাসানকে, অনত চৌধুরী কাজী মো. মাহবুব আফজাল, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ আয়ান রহমানকে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ রায়ান রশিদ মুগ্ধকে, ফিদে মাস্টার মো. শরীফ হোসেন সাফিন খানকে, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ নুশরাত জাহান লিজাকে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান সরদার রোকনুজ্জামানকে, মো. আনোয়ার হোসেন দুলাল গোলাম মোস্তফা ভূঁইয়াকে, ক্যান্ডিডেট মাস্টার মো. মাছুম হোসেন শ্রী লিটন চন্দ্র শীলকে, ক্যান্ডিডেট মাস্টার মো. আবজিদ রহমান মো. আবু সায়িদকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী মো. মইনউদ্দিনকে, ফিদে মাস্টার মো. সাইফ উদ্দীন গালিভ হাসান অনয়কে পরাজিত করেন।

দ্বিতীয় রাউন্ডের খেলা আগামীকাল রোববার বিকাল ৪টা থেকে একই স্থানে শুরু হবে।

৭ দিন ব্যাপী এ দাবা প্রতিযোগিতা আগামী ৫ জানুয়ারি শুক্রবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার বিজয়ীদের মোট নগদ এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। ইভেন্ট পার্টনার মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ