নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বছরের তুলনায় চলতি বছরে মোবাইলের মাধ্যমে লেনদেন ১৩ হাজার কোটি টাকা কমেছে।
ডিএসইর বার্ষিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২০২৩ সালে ডিএসইতে মোবাইলের মাধ্যমে লেনদেন হয়েছে ১৬ হাজার ৮৪৮ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকার। আগের বছর অর্থাৎ ২০২২ সালে মোবাইলের মাধ্যমে লেনদেন হয়েছিল ৩০ হাজার ৭৯ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকার। এক বছরের ব্যবধানে মোবাইলের মাধ্যমে লেনদেন কমেছে ১৩ হাজার ২৩১ কোটি ৩২ লাখ টাকা।
এদিকে, ২০২১ সালে মোবাইলের মাধ্যমে লেনদেন হয়েছিল ৪২ হাজার ৬৮১ কোটি ৫৯ লাখ টাকার।
২০২৩ সাল শেষে মোবাইল ব্যবহার করে লেনদেনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৬৮৮ জন। ২০২২ সাল শেষে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা দাঁড়ায় ৭৭ হাজার ১০৩ জনে। আলোচ্য সময়ে মোবাইলে লেনদেন করা বিনিয়োগকারীরা সংখ্যা কমেছে ৪৫ হাজার ৫৮৫ জন।
২০২৩ সালে মোবাইলের মাধ্যমে মোট ৮৫ লাখ আদেশ প্রেরণ করা হয়েছে। এর মধ্যে অর্ডার কার্যকর হয়েছে ৭২ লাখ ৫০ হাজার। ২০২২ সালে মোবাইলের মাধ্যমে মোট ১ এক কোটি ৩১ লাখ আদেশ প্রেরণ করে। এর মধ্যে ১ কোটি ৮ লাখ ৫ হাজার আদেশ কার্যকর হয়।