1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন
হেডলাইন :
বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল জনতা ব্যাংক ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন  অনুষ্ঠিত অবকাঠামো উন্নয়নে এডিবির সঙ্গে ১০০ মিলিয়ন ডলার ঋণচুক্তি ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি অপসারণ: উপদেষ্টা রিজওয়ানা বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রেস সচিব মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ রাখার সিদ্ধান্ত আগামী জুনে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর

নতুন বছরে গতিশীল পুঁজিবাজারের প্রত্যাশা

  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে গত কয়েক বছর ধরে টালমাটাল বিশ্বের অর্থনীতি। এর উত্তাপ থেকে রেহাই পায়নি বাংলাদেশও। যার নেতিবাচক প্রভাব পড়ে দেশের পুঁজিবাজারসহ সার্বিক অর্থনীতিতে। ফলে ২০২৩ সালে ঘুরে দাঁড়াতে পারেনি দেশের পুঁজিবাজার। তাই নতুন বছর অর্থাৎ ২০২৪ সালে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে এবং গতিশীলতা বজায় রাখবে এমন প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা।

এ প্রত্যাশায় সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে।

এদিন সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইক্স ৩.৫৮ পয়েন্টে অবস্থান করছে ৬২৫০.০৮ পয়েন্টে। এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস ০.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৪.৯৯ পয়েন্টে এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ ০.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৮৪.৫৭ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৯ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়ালগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৮টির, দাম কমেছে ২৭টির এবং দাম অপরিবর্তীত রয়েছে ৫৫টির।

এ প্রসঙ্গে বাংলাদেশ পুঁজিবাজার বিনিনয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, বিনিয়োগকারীদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ২০২৩ সালের বেশির ভাগ সময়ই পুঁজিবাজার হতাশার মধ্যে কেটেছে। বাজার নিন্মমূখী, কোম্পানিগুলোর অনিয়ম ও দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত লভ্যাংশ না পাওয়ায় বিনিয়োগকারীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, নতুন বছরে আমরা দুর্নীতিমুক্ত স্মার্ট পুঁজিবাজার প্রত্যাশা করি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাজারের উন্নয়নের জন্য বিগত বছরে নিরলসভাবে কাজ করে যে সব সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলোর সুফল নতুন বছরে আমরা পাবো বলে প্রত্যাশা করছি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ