1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন

২০২৪ সালে বলিউডে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১০২ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : ২০২৩ সালটা বলিউড সিনেমার জন্য একটা সফল বছর ছিল। বেশ কিছু ব্যবসা সফল সিনেমা এসেছে গত বছর। ২০২৪ সালেও সফল সিনেমার রেশ থাকবে বলে ধারণা করছেন সিনেমা সংশ্লিষ্টরা। বেশকিছু বড় বাজেটের সিনেমার পাশাপাশি আসতে যাচ্ছে গল্পনির্ভর কিছু স্বল্প বাজেটের সিনেমাও। নতুন বছরে মুক্তি পেতে যাওয়া এমন কিছু বলিউড সিনেমা নিয়েই সাজানো হয়েছে এই প্রতিবেদন।

পুষ্পা-২ : তালিকার প্রথমেই রয়েছে বলিউডের বহুল কাঙ্খিত সিনেমা ‘পুষ্পা-২’। পুষ্পা সিনেমাটি ব্যাপক সাফল্যের পর ‘পুষ্পা-২’ সিনেমা ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সিনেমার একটি টিজারও কিছুদিন আগে প্রকাশ্যে আসে। যা ব্যাপকভাবে সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে চলতি বছর কোন সময় এ সিনেমা মুক্তি পাবে তা এখনো জানা যায়নি।

ফাইটার : ঋতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘ফাইটার’। ঋতিক ও দীপিকার পর্দায় রসায়ন দেখে এরই মধ্যে সিনেমার একটি গান আলোচনায় এসেছে। এ সিনেমায় এই প্রথম একসঙ্গে জুটি বেঁধেছেন ঋতিক ও দীপিকা। সিনেমার বেশ কিছু গান এরই মধ্যে মুক্তি পেয়েছে। সিনেমাটি ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মেরি ক্রিসমাস : প্রথমবারের মতো ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় একই ফ্রেমে দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি এবং বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে। কিছুদিন আগেই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে, যা দর্শকদের অপেক্ষার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। সিনেমাটি আগামী ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে দেখা যাবে।

হীরামাণ্ডি : সঞ্জয় লীলা বানশালীর সিনেমা ‘হীরামাণ্ডি’। সিনেমাটি চলতি বছরের মাঝামাঝি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ সিনেমায় একসঙ্গে দেখা যাবে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা ও সনজিদা শেখকে। নেটফ্লিক্সে মুক্তি পাবে সঞ্জয় লীলা বানশালীর এ সিনেমা।

মেট্রো ইন দিনো : অনুরাগ বসুর এ সিনেমা নিয়ে দর্শকরা অপেক্ষায় রয়েছেন। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সারা আলী খান, অনুপম খের, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কণা সেনশর্মা, আলী ফজল, নীনা গুপ্তা, ফাতিমা সানা শেখসহ আরও অনেকে। সিনেমাটি ২৯ মার্চ ‍মুক্তির কথা রয়েছে।

বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ : আলী আব্বাস জাফরের সিনেমা ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রুফ, সোনাক্ষী সিনহা, মানুষি ছিল্লার, আলেয়া এফ, পৃথ্বীরাজ সুকুমারনসহ আরও অনেকে। সিনেমাটি চলতি বছরের ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে।

সুরারাই পত্রু : এ বছর অক্ষয় কুমারের ‘সুরারাই পত্রু’ নামের আরেকটি সিনেমা মুক্তির কথা রয়েছে। সিনেমাটি চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

মিস্টার অ্যান্ড মিসেস মাহি : এ বছরও মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার রাও ও জাহ্নবী কাপুরের সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। শরণ শর্মা নির্মিত এ সিনেমাটি ১৯ এপ্রিল মুক্তি পাচ্ছে বলে জানা যাচ্ছে।

স্ত্রী টু : রাজকুমার রাওয়ের আরেক সিনেমা ‘স্ত্রী টু’ ও এ বছর মুক্তির তালিকায় রয়েছে। অমর কৌশিক নির্মিত এ সিনেমাটি ৩০ আগস্ট মুক্তি পাবে। এ সিনেমায় অভিনয় করছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি, শ্রদ্ধা কাপুরসহ আরও অনেকে।

সিংহাম অ্যাগেইন : সিংহাম খ্যাত নায়ক অজয় দেবগণ এবারও অভিনয়ের জাদু দেখাবেন ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমাটির মাধ্যমে। আবারও একবার পুলিশের পোশাকে দেখা যাবে অজয়কে। তবে এ সিনেমাটিতে চমক হিসেবে থাকছে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। সিনেমাটি চলতি বছরের কখন মুক্তি পাবে তা জানা যায়নি।

জিগরা : এ সিনেমার মাধ্যমে এ বছর পর্দায় হাজির হচ্ছেন আলিয়া ভাট। এই মুভিতে তাকে অ্যাকশন রূপে দেখা যাবে। বসন বালা নির্মিত এ সিনেমাটি ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

ম্যায় অটল হুঁ : ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘ম্যায় অটল হুঁ’। সিনেমায় অটল বিহারির চরিত্রে অভিনয় করেন পঙ্কজ ত্রিপাঠি। এটি ১৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

যোদ্ধা : এই তালিকাত সর্বশেষ রয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমা ‘যোদ্ধা’। সিনেমাটিতে অভিনয় করেছেন দিশা পাটানি, সিদ্ধার্থ মালহোত্রা ও রাশি খান্না। সিনেমাটি পরিচালনা করেন সাগর আমব্রে ও পুষ্কর ওঝা। সিনেমাটি চলতি বছরের ১৫ মার্চ মুক্তি পাওয়া কথা রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ