1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

শীতেও গরম সবজির বাজার

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ভরা মৌসুমেও চড়া শীতকালীন সবজির দাম। বাজারে বেড়েছে প্রায় সবজির দাম।

শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, পেঁপে আর মূলা ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি ও বাধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৫০ টাকায়। শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। আর প্রতি পিস লাউয়ের দাম ১০০ থেকে ১২০ টাকা।

এদিকে, কয়েক সপ্তাহ আগেও আলুর দাম ৬০ টাকা। কেজি থাকলেও বর্তমানে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্চে। আর লাল আলু পাইকারিতে ৯০-১০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। গাছ পেঁয়াজের দামও আটকে রয়েছে ৮০ থেকে ১০০ টাকায়। এদিকে গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা প্রতি কেজি। ঝিঙ্গা, চিচিঙ্গা, বরবটিরও কেজি ৮০-১০০ টাকা।

বিক্রেতারা বলছেন, বৃষ্টিপাতের কারণে খেতে নষ্ট হয়েছে শাকসবজি। তাই, অন্যান্য বছরের তুলনায় দামও বৃদ্ধি পেয়েছে এবার।

তবে, ক্রেতারা বলছেন এখন শীতকালীন সবজির ভরা মৌসুম। ব্যবসায়ীরা এসব অজুহাত দেখালেও বাজারে শীতের সবজির সরবরাহ বেশি। সে হিসেবে এখন দাম কমার কথা। একদম ভরা মৌসুমে এত বেশি দাম, এর আগে কখনো দেখা যায়নি।

বাজার করতে আসা নাঈমুর ইসলাম নামের এক ক্রেতা বলেন, বছরের শেষের দিকে সবজির দাম কিছুটা কম থাকলেও নতুন বছরে এসে দেখছি সবজির দাম বাড়তি। এখন তো বাজারে সরবরাহ বেশি আছে তারপরেও সবজির দাম নাগালের বাইরে।

সবজি বিক্রেতা হুসেইন বলেন, আলুর দাম বেশি থাকায় অন্যান্য সবজির দামে তার প্রভাব পড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ