জেলা প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়ায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় টাঙ্গাইলের দেলদুয়ার সদর এলাকার মো. হাবিব (২৫) নিহত হয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের ভুয়াপুর যাচ্ছিল। উল্টা পথে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে যাত্রীবাহী বাসের অংশবিশেষ কেটে কয়েকজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদত হোসেন জানান, বাস ও ট্রাক জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছেন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান চৌধুরী জানান, বাসের সামনের দিকে বসে থাকা দুজন নারীর পা আটকে যায়। গাড়ির অংশবিশেষ কেটে তাদের উদ্ধার করা হয়েছে।