জেলা প্রতিনিধি, বগুড়া : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় তিন দিন নিখোঁজ থাকা স্কুলছাত্রী হালিমা খাতুনের (৭) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্যপাড়াস্থ নিজ চাচার বাড়ির শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিখোঁজ হালিমা খাতুন লস্করপুর মধ্যপাড়া গ্রামের হাবলু মিয়ার মেয়ে। সে স্থানীয় কেজি স্কুলে প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শিশুটির চাচা আনিসার রহমান (৩৫), চাচাত ভাই আতিকুল ইসলাম (১৩) ও চাচিকে আটক করে থানায় নিয়ে গেছে।
নিহত হালিমার বাবা হাবলু মিয়া বলেন, ‘শুক্রবার (১৯ জানুয়ারি) জুম্মার নামাজের পর বাড়ি থেকে নিখোঁজ হয় হালিমা। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। বিষয়টি পুলিশকে জানালে রোববার (২১ জানুয়ারি) পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গ্রামের তিনটি পুকুরে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। আজ আমার বড় ভাই আনিসার রহমানের (৩৫) শয়নকক্ষ থেকে হালিমার বস্তাবন্দি লাশ উদ্ধার হয়েছে।’
স্থানীয়রা জানান, শিশুটির চাচা আনিসারের সঙ্গে বাবা হাবলু মিয়ার দ্বন্দ্ব নেই। এমনকি, রোববার ভাতিজি হালিমাকে খুঁজতে ডুবুরিদের সঙ্গে পুকুরেও নামে আনিসার।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন, এ ঘটনায় আটক তিন জনের জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।