নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন জেলার মতো রাজধানীতেও শীতের প্রকোপ বেড়েছে। ঢাকায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে ১১.১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকায় এ তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস, যা এ মৌসুমের সর্বনিম্ন রেকর্ড।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগের দিন ঢাকায় ১২.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল থেকে হালকা থেকে মাঝারি ধরনের কুশায়া থাকতে পারে।
মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে আবহাওয়া আবহাওয়া শুষ্ক থাকতে পারে, একই সাথে এ সময় হালকা থেকে মাঝারি ধরনের কুশায়া থাকতে পারে।
উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কি.মি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।