1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

কলাপাড়ায় বেড়েছে শীতের তীব্রতা

  • আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৪ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীতে ঘন কুয়াশার দাপট কিছুটা কমলেও শীতের তীব্রতা ফের বেড়েছে। মৃদু হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় কলাপাড়া উপজেলায় মৌসুমের সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এদিকে, জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা।

কলাপাড়ার মোটরসাইকেল চালক ইয়াকুব মিয়া বলেন, কুয়াশার দাপট কিছুটা কমলেও আজ শীত অনেক বেশি। সকাল থেকে মোটরসাইকেল চালানো বন্ধ রেখেছি।

রিকশাচালক ফরিদ হোসেন বলেন, শীতের কারণে সকাল থেকে বাজারে মানুষের আনাগোনা কম। তীব্র শীতে রিকশা চালাতে অনেক কষ্ট হয়।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, মাসজুড়ে শীত অব্যাহত থাকতে পারে। আগামী ৩০ জানুয়ারির পরে উপকূলে বৃষ্টি হতে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ