1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় হাসপাতাল থেকে নবজাতক চুরি

  • আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি বেসরকারি হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক নবজাতক চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে। নবজাতকের বাবার নাম দিপু আলী। তাদের বাড়ি ভেড়ামারা উপজেলার মহিষাডোড়া গ্রামে।

দিপু আলী বলেন, গত সোমবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আমার স্ত্রী রিয়া খাতুন ছেলে সন্তানের জন্ম দেয়। আজ দুপুরে আমার শাশুড়ি ছেলেকে কোলে নিয়ে হাসপাতালে বসে ছিলেম। তখন অজ্ঞাত এক মহিলা বাচ্চাকে কোলে নিতে চায়। তবে, আমার শাশুড়ি তাকে দেয়নি। পরে পানি আনতে গেলে ওই মহিলা বাচ্চাকে নিয়ে পালিয়ে যায়।

আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালের ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় আমাদের কোনও গাফিলতি নেই। আমরা সময়মত খোঁজ খবর রাখি। এখন আত্মীয়-স্বজনের কাছে থেকে কেউ বাচ্চা নিয়ে গেলে আমরা কি করতে পারি?

অতিরিক্ত পুলিশ সুপার (দৌলতপুর-ভেড়ামারা সার্কেল) মহসীন আল মুরাদ বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা অভিযোগ পাওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু করেছি। তবে, এখন পর্যন্ত চুরি হয়ে যাওয়া নবজাতককে উদ্ধার করা যায়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ