জেলা প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা একটি ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় সাড়ে ৭ কেজি।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা ওমান এয়ারের (ডব্লিউওয়াই ৩১১) ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানবন্দরের কর্মরত ও শুল্কগোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৬৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেন। যার ওজন প্রায় সাড়ে সাত কেজি। বাজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা প্রায়।
বিমাবন্দরে দায়িত্বরত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান বলেন, রাতে ওমান এয়ারলাইনসের উড়োজাহাজে স্বর্ণের বড় চালান আসবে জেনে গোপন সংবাদের ভিক্তিতে গোয়েন্দা টিম প্রস্তুত ছিল। বিমানটির ২৫-বি নম্বর আসনে এই স্বর্ণ থাকতে পারে তথ্য ছিল। তবে এটি ল্যান্ড করার পর নির্ধারিত আসনে তল্লাশি করে না পেয়ে অন্য আসনে তল্লাশি শুরু হয়। শেষ পর্যন্ত বিমানের ৩৫-এফ আসনের পেছনে কালো স্কচটেপ মোড়ানো চারটি দণ্ডাকৃতির বস্তু পাওয়া যায়। এগুলো খুলে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।