আন্তর্জাতিক ডেস্ক : বাবা ও ভাইসহ ১২ আত্মীয়কে গুলি করে হত্যা করেছে ৩০ বছর বয়সী এক ইরানি যুবক। দেশটির সরকারি সংবাদমাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে।
ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, অজ্ঞাতনামা ওই যুবক একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছিল। পারিবারিক কলহের কারণে সে বাবা ও ভাইসহ ১২ জনকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে দক্ষিণ-মধ্য প্রদেশ কেরমানের নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করেছে।
ইরানে গণহত্যার ঘটনা বিরল। দেশটিতে শিকারের রাইফেলই একমাত্র অস্ত্র যা মানুষের কাছে রাখার অনুমতি রয়েছে। দুই বছর আগে, পশ্চিম ইরানে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চাকরিচ্যুত কর্মচারী আত্মহত্যার আগে তিনজনকে গুলি করে হত্যা এবং পাঁচজনকে আহত করেছিল।