1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

২ ভোল মাছের দাম সোয়া লাখ

  • আপডেট সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৬ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ২৪ কেজির দুটি ভোল মাছ ধরা পড়েছে। এর একটির ওজন ১৩ কেজি ও অন্যটির ১১ কেজি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মৎস্য বন্দর মহিপুরে মাছ দুটি নিয়ে আসা হয়।

গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) গভীর সাগরে লক্ষ্মী মিয়া মাঝির জালে মাছ দুটি ধরা পড়ে। মাছ দুটি মহিপুর নিয়ে আসার পর এক নজর দেখতে জনতা ভিড় জমায়। পরে নিলামে মাছ ব্যবসায়ী সজীব হোসেন ১ লাখ ২৫ হাজার টাকা মাছ দুটি কিনে নেন।

জেলে লক্ষ্মী মিয়া বলেন, ‘এক সপ্তাহ আগে আমরা সাগরে মাছ শিকারে যাই। সচারাচর দাঁতিনা (ভোল) মাছ পাওয়া যায় না। আমরা সাগরে ইলিশের জন্য জাল ফেলেছিলাম, তখন দেখি বড় কোনো মাছ জালে। প্রথমে ভেবেছিলাম কোরাল মাছ, পরে কাছাকাছি গিয়ে দেখি দুটি দাঁতিনা মাছ।’

মাছ দুটি ভালো দামে বিক্রি করতে পেরে তিনি অনেক খুশি হয়েছেন বলে জানান।

মাছ ব্যবসায়ী সজীব হোসেন বলেন, ‘দাঁতিনা মাছ তেমন পাওয়া যায় না। আজ ডাকের মাধ্যমে কিনে নিলাম। ৬ হাজার টাকা কেজি দরে কিনেছি। মাছ দুটি এলসি করে ইন্ডিয়া পাঠাব।’

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নদ-নদী এবং সাগরের উপকূলে এ প্রজা‌তির মাছ পাওয়া যায় না। এরা গভীর সাগরের মাছ। এ মা‌ছের ফুলকা বি‌দে‌শে রপ্তা‌নি করা হয়, যা দি‌য়ে ওষুধ তৈ‌রি করা হয়। তবে এ প্রজাতির মাছ খুব সুস্বাদু হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ