1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ যুবক আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ পাচারকালে চোরাকারবারির মূল হোতা আরিফ হোসেনকে (৩৩) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে কোস্ট গার্ড পশ্চিম জোনের কৈখালী স্টেশনের সদস্যরা উক্ত অভিযান পরিচালনা করে তাকে আটক করে। জব্দকৃত ভারতীয় ওষুধের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।

আটককৃত চোরাকারবারি আরিফ হোসেন (৩৩) শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের সামছুর শেখের পুত্র।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসির ইবনে মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্ত বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা পাঁচ নদের মুখ কালিন্দী নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি কাঠের ডিঙি নৌকা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ চোরাকারবারি চক্রের মূলহোতা আরিফ হোসেনকে আটক করা হয়।

এসময় একটি দা এবং কাঠের ডিঙি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ