বাগেরহাট প্রতিনিধি : পথ হারিয়ে সুন্দরবনের গভীরে চলে যাওয়া ৩১ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরবনের করমজল থেকে তাদের উদ্ধার করা হয়। মোংলা থানা পুলিশ তিন ঘণ্টা চেষ্টার পর তাদের উদ্ধার করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাটের চিতলমারি থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৩১ জনের একটি দল আজ সোমবার সকালে সুন্দরবনের করমজলে ভ্রমণে যান। বনে প্রবেশের কিছুক্ষণ পরেই তারা পথ হারিয়ে ফেলেন। তাদের মধ্য থেকে একজন ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।
তিনি বলেন, ওই নম্বরে যোগাযোগ করে ৩ ঘণ্টা পর তাদের সন্ধান পাই। তারা সুন্দরবনের করমজল থেকে গভীর বনে ডুকে পড়েছিল। আমরা তাদের সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছি।