নারায়ণগঞ্জ প্রতিনিধি : তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারীদের পিকনিকের একটি বাস পূর্বাচলের শেখ হাসিনা সরণির (কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়ক) আন্ডারপাসের ছাদে ধাক্কা দিয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল ১০ টার দিকে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের সার্ভিস সড়কে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, শনিবার সকালে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা পিকনিকের জন্য রূপগঞ্জের সী-সেল পার্কে যাচ্ছিলেন। তারা বিআরটিসি দোতলা বাসে করে যাচ্ছিলেন। বাসটি সকাল ১০ টার দিকে শেখ হাসিনা সরণির (কাঞ্চন-কুড়িলবিশ্বরোড সড়ক) পূর্বাচল ফায়ার সার্ভিসের কার্যালয়ের সামনের সার্ভিস সড়ক দিয়ে যাওয়ার সময় আন্ডারপাসের ছাদে ধাক্কা দেয়।
পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মীরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। দুর্ঘটনায় ৩০ জন আহত হন। তাদের মধ্যে ২২ জনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন তারা। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (ঢাকা জোন-৩) উপ সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিআরটিসির একটি দোতলা পিকনিকের বাস পূর্বাচল সী-সেল পার্কে যাওয়ার সময় ৩০০ ফিটের তিন নম্বর ব্রিজের আন্ডারপাসে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বাসটিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিভিশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য ছিলেন।