1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১১৮ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ আকাশ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আকাশ নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন পৌর হাজিপুর গ্রামের খালাসী বাড়ির আবুল কালামের ছেলে। সেসময় সিফা ইয়াসমিন নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিফা ইয়াসমিন নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান চলছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ