1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:১১ অপরাহ্ন

বিজয় এক্সপ্রেস ট্রেনের ২ বগি বিচ্ছিন্ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৯১ বার দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চলন্ত অবস্থায় হুক ছিঁড়ে বিজয় এক্সপ্রেস ট্রেনের পিছনের দুই বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অবশ্য বগি দুটি সংযুক্ত করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে গৌরীপুর রেল স্টেশনের আউটার সিগনাল এলাকায় বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেন গৌরীপুর স্টেশনে ঢুকার আগে আউটার সিগনাল এলাকায় বগি বিচ্ছিন্ন হয়ে যায়। দুটি বগি ফেলে ট্রেনটি কিছু দূর চলেও যায়। বিষয়টি বুঝতে পারলে চালক ট্রেন থামিয়ে দেন। পরে ট্রেনটি পিছিয়ে এনে বগি দুটি সংযুক্ত করা হয়। এরপর গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

তিনি জানান, ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ পার হয়ে জামালপুরের উদ্দেশে যাত্রা করেছে।

গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শফিক বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর স্টেশনের আউটার সিগনাল এলাকায় আসতেই পিছনের দুটি বগির হুক ছিঁড়ে আলাদা হয়ে যায়। পরে সংযুক্ত করা হয়। এতে কেউ হতাহত হয়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ