1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

রাসেলস ভাইপারের কামড়ে যুবকের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৭৭ বার দেখা হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে রাসেলস ভাইপার সাপের কামড়ে তারিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তারিকুল ইসলাম উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের শেখপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে। তিনি কৃষি কাজের সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে মাছ ধরতে যান তারিকুল। সেসময় একটি রাসেলস ভাইপার সাপ তাকে কামড় দেয়।

দ্রুত তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তারিকুলের শাশুড়ি সুন্দরী বেগম বলেন, মাঝেমধ্যে পদ্মায় মাছ ধরতে যেত তারিকুল। মঙ্গলবার রাতে মাছ ধরার সময় তারিকুলকে সাপে কামড় দেয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, রাসেলস ভাইপার সাপের কামড়ে তারিকুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ