1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

আফগানিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতে নিহত ৬০

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৮৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে গত তিন সপ্তাহ ধরে ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বুধবার এক ভিডিও বার্তায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র সায়েক বলেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে তুষার ও বৃষ্টিপাতের কারণে ৬০ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ২৩ জন নানান দুর্ঘটনায় আহত হয়েছেন।

তিনি আরো বলেন, প্রায় এক হাজার ৬৪৫টি বাড়িঘর হয় আংশিক না হয় পুরোই ধ্বংস হয়ে গেছে। এছাড়া প্রায় এক লাখ ৭৮ হাজার গবাদি পশুও মারা গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরও জানায়, তারা জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় ২২ হাজার ৪০০টিরও বেশি ক্ষতিগ্রস্ত পারিবারকে খাদ্য ও নগদ অর্থ প্রদান করেছে।

আফগানিস্তানে এবার শীতের শেষ দিকে কিছু এলাকায় আবহাওয়া বৈরী হতে শুরু করে। তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার প্রকোপে পড়ে শত শত মানুষ।

তালেবান সরকারের প্রত্যাবর্তনের পর থেকে আফগানিস্তানে বিদেশি সহায়তা কমে এসেছে। এরপর থেকে অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে দেশটি। এর মধ্যে গত অক্টোবরে হেরাত প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত আনে। সেই ধাক্কাই এখনো কাটিয়ে উঠতে পারেনি আফগানিস্তান। এর মধ্যে নতুন বিপর্যয় মোকাবিলা করা তালেবান সরকারের জন্য বেশ কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ