ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ৪৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১৭ মার্চ) উপজেলার গোহাইলবাড়ী এলাকার একটি বাস কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার বোয়ালমারীর খামারপাড়া এলাকার হান্নান শেখের ছেলে মো. নাজমুল শেখ (২৪) ও একই উপজেলার রতনদিয়া এলাকার মো. ছামাদ শেখের ছেলে মো. শওকত আলী (২৯)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, ‘বেশ কিছুদিন যাবৎ ওই দুই মাদক কারবারির কার্যক্রম ও গতিবিধি মনিটরিং করে আসছিল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় সর্বশেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তথ্য আসে যে, বোয়ালমারীর গোহাইল বাড়ী বাজারের বিআরটিসি বাস কাউন্টার থেকে বাসে করে ফেনসিডিল নিয়ে ঢাকা যাবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গোহাইল বাড়ী থেকে মো. নাজমুল শেখ ও মো. শওকত আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়।’