1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন
হেডলাইন :
সাউথইস্ট ব্যাংক ও বেঙ্গল গ্লাস ওয়ার্কসের মধ্যে সমঝোতা স্মারক  শিক্ষার্থীদের আন্দোলন দমনে কঠোর হতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা ওয়ালটন ডেস্কটপে বিশাল মূল্যহ্রাস, অনলাইন অর্ডারে আরো ১০% ছাড় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ওয়ালটনের সঙ্গে সিটি ব্যাংকের এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি  নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকের মিট দ্য বরোয়ার ও গ্রাহক সমাবেশ ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমল আরও ৫ শতাংশ শিক্ষায় কমপক্ষে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেয়া হবে: তারেক রহমান এবার ভরিতে ২৯৩৯ টাকা বাড়ল সোনার দাম ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

সাভারে দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম, আটক ৪

  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি : ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় এক সাংবাদিকের ছেলেসহ দুই শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮ টার দিকে সাভারের রেডিওকলোনী বাসস্ট্যান্ড এলাকায় হামলাটি হয়।

আহতরা হলেন- সাভারের কলমা এলাকার বাসিন্দা ও সাভারে কর্মরত দৈনিক যুগান্তর পত্রিকার নিজস্ব প্রতিবেদক মতিউর রহমানের ছেলে জিসান প্রামাণিক (১৫) ও একই এলাকার কামরুল ইসলামের ছেলে সিয়াম রাজা (১৫)। জিসান প্রামাণিক সাভারের বিপিএটিসি স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী ও সিয়াম কলমা এলাকার কলমা ওয়াজ আলী মডেল স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

আহত জিসানের বাবা সাংবাদিক মতিউর রহমান অভিযোগ করেন, গত জানুয়ারি মাসের শেষের দিকে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বার্ষিক বনভোজনে গিয়েছিল বিপিএটিসি স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। ওই সময় জিসান প্রামাণিকের সঙ্গে দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল লতিফের বাসে উঠা নিয়ে কথা কাটাকাটি হয়। উপস্থিত শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়। জিসান বাসায় এসে বিষয়টি বাবা মতিউর রহমানকে জানালে তিনি বিপিএটিসি স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেবিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

মতিউর রহমান অভিযোগ করে বলেন, রোববার ইফতারের পর বন্ধু সিয়ামের সাথে রেডিওকলোনী বাসস্ট্যান্ড এলাকায় যায় জিসান। পূর্বপরিকল্পিতভাবে আব্দুল লতিফসহ ২০-২৫ জন কিশোর গ্যাং-এর সদস্য দুই জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক মো. সাব্বির হোসেন বলেন, জিসানের পিঠের দুটি স্থানে গভীর ক্ষত এবং সিয়ামের নিতম্বে একটি গভীর ক্ষত রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ঘটনাটি জানার পরপরই আমাদের চারটি টিম জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে। ইতোমধ্যে চার জনকে আটক করা হয়েছে। আহতদের পরিবারের সদস্যরা মামলা করবেন বলে জানিয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ