1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন
হেডলাইন :
সাউথইস্ট ব্যাংক ও বেঙ্গল গ্লাস ওয়ার্কসের মধ্যে সমঝোতা স্মারক  শিক্ষার্থীদের আন্দোলন দমনে কঠোর হতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা ওয়ালটন ডেস্কটপে বিশাল মূল্যহ্রাস, অনলাইন অর্ডারে আরো ১০% ছাড় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ওয়ালটনের সঙ্গে সিটি ব্যাংকের এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি  নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকের মিট দ্য বরোয়ার ও গ্রাহক সমাবেশ ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমল আরও ৫ শতাংশ শিক্ষায় কমপক্ষে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেয়া হবে: তারেক রহমান এবার ভরিতে ২৯৩৯ টাকা বাড়ল সোনার দাম ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চার বছরের মধ্যে নায়িকা থেকে শাকিবের মা হলেন মাহি

  • আপডেট সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৫৩ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক: ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাবে এটি পুরনো খবর। নতুন খবর হলো সিনেমাটিতে চমক হিসেবে থাকছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে মাহিকে নায়িকা হিসেবে নয়, ভক্তরা এবার তাকে দেখবে মায়ের চরিত্রে। এখানেই চমকের শেষ নয়। সিনেমাসংশ্লিষ্টরা বিষয়টি গোপন রাখলেও জানা গেছে, শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটে আছেন মাহি নিজেও।

ঘনিষ্ঠসূত্রে জানা যায়, পর্দায় মাহির স্বামীর চরিত্রে দেখা যাবে তারিক আনাম খানকে। সূত্র বলেছে, মাহি থাকছেন এটা নিশ্চিত। এমন রূপে মাহিকে আগে কেউ দেখেননি, চরিত্রেও নয়। তাকে চেনাটাই দর্শকের জন্য কঠিন হবে!

এদিকে রাজকুমারের অভিষেক হতে যাচ্ছে রাজার মতোই। দুবাইয়ের বুর্জ খলিফাতে এর ট্রেলার প্রদর্শনী হবে। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্দ্র করে এগিয়েছে ‘রাজকুমার’-এর গল্প। গল্পের পরতে পরতে থাকছে চমক। শাকিব খানের মায়ের চরিত্রে মাহির অভিনয় সেই চমকেরই অংশ হতে যাচ্ছে। বাকি চমক দেখার জন্য দর্শককে অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত। সিনেমাটি যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ২০১৩ সালে ‘ভালোবাসা আজকাল’ সিনেমায় প্রথমবার একসঙ্গে হাজির হয়েছিলেন শাকিব খান-মাহিয়া মাহি। পর্দায় তারা ছিলেন নায়ক-নায়িকা। সাত বছর পর ২০২০ সালে তারা পুনরায় জুটি বাঁধেন ‘নবাব এলএলবি’ সিনেমায়। চার বছর পর আবারো একসঙ্গে পর্দায় দেখা যাবে দুজনকে। তবে এবার যে তারা একে অপরের বিপরীতে অভিনয় করেননি এটা নিশ্চিত। চার বছরের মধ্যেই দুজনের চরিত্র বদলেছে। কতটা বদলেছে সেটি চমক হিসেবেই রেখেছেন পরিচালক।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ