1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
হেডলাইন :
সাউথইস্ট ব্যাংক ও বেঙ্গল গ্লাস ওয়ার্কসের মধ্যে সমঝোতা স্মারক  শিক্ষার্থীদের আন্দোলন দমনে কঠোর হতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা ওয়ালটন ডেস্কটপে বিশাল মূল্যহ্রাস, অনলাইন অর্ডারে আরো ১০% ছাড় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ওয়ালটনের সঙ্গে সিটি ব্যাংকের এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি  নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকের মিট দ্য বরোয়ার ও গ্রাহক সমাবেশ ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমল আরও ৫ শতাংশ শিক্ষায় কমপক্ষে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেয়া হবে: তারেক রহমান এবার ভরিতে ২৯৩৯ টাকা বাড়ল সোনার দাম ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

রেললাইনে বসে কেক কাটার পর মা-মেয়ের আত্মহত্যা

  • আপডেট সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৫২ বার দেখা হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরের সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের পুলতাডাঙ্গা রেললাইন থেকে ট্রেনে কাটা মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) বিকেল ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মা লাকি বেগম (৩৫) ও মেয়ে মিম খাতুন (১২)। তারা খুলনা জেলার বাসিন্দা। যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামে ভাড়া থাকতেন। লাকি বেগমের প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। সম্প্রতি দ্বিতীয় স্বামীর সঙ্গেও ডিভোর্স হয়েছে।

স্থানীয়রা জানান, মাঠে কয়েকজন গরু চরাচ্ছিল তারা দেখতে পায়, ট্রেন আসার মুহুর্তে লাকি বেগম তার মেয়েকে হাত ধরে টেনে রেললাইনের উপর উঠানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে ট্রেন কাছে আসলে মা এবং মেয়ে একসঙ্গে ট্রেনের সামনে ঝাঁপ দেয়। এর আগে তারা রেললাইনে বসে কেক কেটে একাংশ খান।

নিহত লাকি বেগমের প্রথম স্বামী কবির হোসেন বলেন, ‘‘আমার পরে আরও এক লোকের সঙ্গে লাকির বিয়ে হয়। মেয়েটা আমার। ৬ষ্ঠ শ্রেণীতে পড়ত। আমার মেয়ে প্রতিনিয়ত আমাকে ফোনে বলত, ‘আব্বা আম্মারে নিয়ে নেও’। তবে কী কারণে আত্মহত্যা করেছে, তা আমি জানি না।’’

যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম বলেন, ‘লোকমুখে জানতে পেরেছি, মা-মেয়ে একসঙ্গে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে আমরা একটি ব্যাগ, ভিকটিমের মোবাইল পেয়েছি। মোবাইলের মাধ্যমে আমরা পরিচয় শনাক্ত করি।’

তিনি আরও বলেন, কী কারণে আত্মহত্যা করেছে, তা জানা যায়নি। এ ব্যাপারে রেলওয়ে পুলিশ তদন্ত করছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ