1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন
হেডলাইন :
সাউথইস্ট ব্যাংক ও বেঙ্গল গ্লাস ওয়ার্কসের মধ্যে সমঝোতা স্মারক  শিক্ষার্থীদের আন্দোলন দমনে কঠোর হতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা ওয়ালটন ডেস্কটপে বিশাল মূল্যহ্রাস, অনলাইন অর্ডারে আরো ১০% ছাড় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ওয়ালটনের সঙ্গে সিটি ব্যাংকের এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি  নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকের মিট দ্য বরোয়ার ও গ্রাহক সমাবেশ ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমল আরও ৫ শতাংশ শিক্ষায় কমপক্ষে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেয়া হবে: তারেক রহমান এবার ভরিতে ২৯৩৯ টাকা বাড়ল সোনার দাম ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

হাতিয়ায় পুকুরে পাওয়া গেল ১০ কেজি রুপালি ইলিশ

  • আপডেট সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৫০ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে পুকুরে ১০ কেজি রুপালি ইলিশ পাওয়া গেছে। প্রতিটি ইলিশের ওজন আধা কেজির উপরে। বুধবার (২৭ মার্চ) উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ‘যুগান্তর কিল্লা’ গুচ্ছ গ্রামের পুকুরে জালে মাছগুলো ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘যুগান্তর কিল্লা’ গুচ্ছ গ্রামের বিশাল পুকুর ৪০ পরিবার ব্যবহার করে। পুকুর লিজ নিয়েছেন স্থানীয় আবদুল মান্নান। পুকুরে তিনি সাত দিন ধরে সেচ দিয়ে পানি কমান। বুধবার (২৭ মার্চ) জেলেরা জাল ফেলেন পুকুরে। এ সময় অন্যান্য মাছের সঙ্গে রুপালি ইলিশগুলো ধরা পড়ে। পরে মাছগুলো ওজন করা হলে প্রায় ১০ কেজি হয়। বিগত বছরেও এই পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ২০২২ সালে এই পুকুরে ৩৫টি ইলিশ মাছ পাওয়া যায়। পরে আবারও পাওয়া গেছে। এ বছর ১০ কেজি ইলিশ পাওয়া গেল। পুকুরে অনেকগুলো ইলিশ মাছ পাওয়া যাওয়ায় সেগুলো দেখতে মানুষ ভিড় করে।

পুকুরের লিজ গ্রহীতা আবদুল মান্নান বলেন, মাছগুলোর প্রতিটির ওজন ৫০০ থেকে ৬০০ গ্রামের মধ্যে। মেঘনা নদীর জোয়ার আসলে পুকুরে পানি ঢুকে যায়।

নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, নিঝুম দ্বীপ ইউনিয়নের চারপাশ মেঘনা নদী। প্রতি বছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আসলে নিঝুমদ্বীপের প্রায় সবগুলো পুকুর তলিয়ে যায়। এর মধ্যে যুগান্তর কিল্লা পুকুরটিও ছিল। মূলত জোয়ারের পানি প্রবেশ করায় তখন ইলিশ পুকুরে এসেছে। পানি বের হতে না পারায় মাছগুলো নিজেদের খাপ খাইয়ে নিয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নিঝুমদ্বীপ নিম্নাঞ্চল। তাই সহজে জোয়ারে প্লাবিত হয়। ঝড় ও জলোচ্ছ্বাসের সময় জোয়ারের পানি প্রবেশের সময় ইলিশগুলো পুকুরে ঢুকে গেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ