1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

নেত্রকোণায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪২ বস্তা চাল জব্দ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১০৬ বার দেখা হয়েছে

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার মদনে সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির ৪২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের দুলদুল মুন্সির বাড়ি থেকে এসব চাল জব্দ করেন সহকারী কমিশনার।

সহকারী কমিশনার এটিএম আরিফ বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ থাকার বিষয়ে বুধবার সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের দুলদুল মুন্সির বাড়িতে অভিযান চালানো হয়। তার বসতঘরে ৪২ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাওয়া যায়। পরে এই চাল জব্দ করে স্থানীয় খাদ্য গুদামে পাঠানো হয়েছে। তবে অভিযানের সময় বাড়িতে দুলদুল মুন্সিকে পাওয়া যায়নি।

সহকারী কমিশনার আরও বলেন, দুলদুল মুন্সি হতদ‌রিদ্রদের মাঝে বিতরণ করা সরকারি চাল অবৈধভাবে কিনে নিজের ঘরে মজুদ করে রাখেন। পরে সুযোগ বুঝে এসব চাল বি‌ভিন্ন অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ