1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

কামরাঙ্গীরচরের কিশোর গ্যাং লিডার হাসিবুলসহ গ্রেপ্তার ৭

  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কামরাঙ্গীরচর থেকে কিশোর গ্যাং লিডার হাসিবুলসহ বাহিনীর ৭ সদস্যকে ছিনতাই করার সময় গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ধারালো অন্ত্র উদ্ধার করে র‌্যাব।

শনিবার (৩০ মার্চ) বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এম. জে. সোহেল জানান, শুক্রবার রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদ পেয়ে কামরাঙ্গীরচর থানার মাদবর বাজার ঘাট বেড়ীবাঁধ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং’র ৭ সদস্যকে ছিনতাই করা অবস্থায় গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. হাসিবুল হোসেন, মো. রকি, মো. ইমন, মো. জুয়েল, মো. তানভির, মো. হৃদয়, মো. নাঈম। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৪টি চাকু উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা রাজধানীর কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ