1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

মেহেরপুরে ২৪ হাজার পিস পটকাসহ আটক ১

  • আপডেট সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৩২ বার দেখা হয়েছে

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে গাংনীতে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ভারতীয় পটকাসহ সবুজ হোসেন (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার ছাতিয়ান ব্রিক ফিল্ড এলাকায় অভিযান চালিয়ে পটকাসহ তাকে আটক করে বামন্দী পুলিশ ক্যাম্প।

আটক সবুজ হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামের মো. শফিউল দফাদারের ছেলে।

বামন্দী পুলিশ ক্যাম্পের এসআই শরিফুল ইসলাম বলেন, উপজেলার ছাতিয়ান ব্রিক ফিল্ড এলাকা দিয়ে পটকা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সবুজ হোসেন নামের একজনকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ২৪ হাজার পিস পটকা জব্দ করা হয়েছে। তাকে গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ভারতীয় পটকাসহ একজনকে আটক করেছে বামন্দী পুলিশ ক্যাম্প। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এসব পটকা বিক্রির উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে মজুদ করার চেষ্টা করছিল। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সবসময় সজাগ রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ