নড়াইল প্রতিনিধি : বাংলদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ক্রটির কারণে নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের বিলের মধ্যে ধানক্ষেতে জরুরি অবতরণ করে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে যান্ত্রিক ক্রটিপূর্ণ ওই প্রশিক্ষণ বিমানটি উদ্ধার করা হয়েছে।
যশোর থেকে বিমান বাহিনীর টেকনিক্যাল টিম এসে জরুরি অবতরণ করা বিমানটির পাখা খুলে ফেলে। পরে বিমানের বডিটি হেলিকপ্টারের সঙ্গে ঝুলিয়ে উড়িয়ে মাইজপাড়ার চারখাদা স্কুল মাঠে আনা হয়। সেখান থেকে বিমান বাহিনীর একটি ট্রাকে করে যশোর ঘাঁটিতে নেওয়া হয়।
বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা ৫৪ মিনিটে তারাশি গ্রামের ধানক্ষেতে প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণ করে। বিমানটি যশোর বিমান ঘাঁটি থেকে দুপুর ১টা ৩৪ মিনিটে আকাশে উড়ে।
এ ব্যাপারে নড়াইল সদর থানার পরিদর্শক সাজেদুল ইসলাম বলেন, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে ধানক্ষেতে বিমানটি জরুরি অবতরণ করে। আজ বিমান বাহিনীর টেকনিক্যাল টিম সেটি উদ্ধার করেছে।