1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

কর্ণফুলী-৩ লঞ্চে আগুন

  • আপডেট সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৮৮ বার দেখা হয়েছে

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে সাড়ে ৩শ যাত্রীসহ ভোলার ইলিশাঘাট থেকে ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

শনিবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১১টায় চাঁদপুরে হাইমচরের মাঝেরচর নামক স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

এসব তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক শাহাদাৎ হোসেন।

তিনি বলেন, ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী কর্ণফুলী-৩ লঞ্চে আগুন লাগলে নদীর পাড়ে লঞ্চটি তাৎক্ষণিক ভিড়িয়ে দেওয়া হয়। কর্ণফুলী-৩ এর যাত্রীদের কর্ণফুলী-৪ লঞ্চের মাধ্যমে ফেরত আনা হচ্ছে এবং বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। যান্ত্রিক ত্রুটির কারণে ডুবোচর পড়ায় কর্ণফুলী-৩ লঞ্চটি এখনো স্পটেই ভিড়ানো রয়েছে।

কর্ণফুলী-৪ এর মাস্টার মোবারক হোসেন বলেন, সুন্দরভাবে প্রায় সাড়ে ৩শ’ যাত্রীর সবাইকেই আমাদের লঞ্চে নিয়ে নিয়েছি। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ