1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

রাখাইনের একটি প্রধান সেতু উড়িয়ে দিয়েছে মিয়ানমারের সেনারা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৬৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের জান্তা সেনারা সোমবার রাখাইন রাজ্যের বুথিডং শহরের প্রবেশপথে থাকা একটি প্রধান সড়ক সেতু উড়িয়ে দিয়েছে। জাতিগত আরাকান আর্মি বুথিডং শহরতলির পাঁচটি ব্যাটালিয়ন সদর দপ্তর দখল করার পর জান্তা সেনারা সেতুটি উড়িয়ে দেয়।

২ মে বুথিডং শহরের প্রায় চার মাইল পূর্বে অবস্থিত সেনাবাহিনীর এমওসি ১৫ ঘাঁটি দখল করে আরাকান আর্মি। এসময় তারা বাহিনীর ডেপুটি কমান্ডারসহ শত শত সেনাকে বন্দি করে। এরপরের দিন আরাকান আর্মি লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদর দপ্তর দখল করে।

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, আরাকান আর্মির কাছে পরাজয়ের পর জান্তা বাহিনী মাইন ব্যবহার করে সোমবার বিকেলে মায়ু নদীর ওপর থাকা সেতুটি উড়িয়ে দেয়। সেতুটি রাজ্যের মংডু, বুথিডাং ও পোন্নাগিউন শহরগুলোর সাথে সংযোগকারী ছিল।

বাসিন্দারা জানিয়েছেন, জান্তা সেনারা আরাকান আর্মির অভিযানের পর ভয় পেয়েছে। এ কারণে তারা সেতুটি ধ্বংস করেছে। তবে জান্তা বাহিনী এখনো শহর নিয়ন্ত্রণ করছে।

আরাকান আর্মি সোমবার একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে ১৫ নম্বর এমওসি থেকে গ্রেপ্তার শত শত সেনা এবং তাদের পরিবারের সদস্যদের দেখানো হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ