1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

ছেলের ওপর অভিমান করে মা-বাবার বিষপান

  • আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে

নাটোর প্রতিনিধি : ছেলের বউয়ের দুর্ব্যবহার এবং পাওনাদারদের অপমান সহ্য করতে না পেরে নাটোরে গুরুদাসপুরে একসঙ্গে বৃদ্ধ মা-বাবা বিষপান করেছেন। বুধবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল গ্রামে ঘটনাটি ঘটে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্বজনরা।

হাসপাতালে চিকিৎসাধীন মা-বাবা হলেন- নাজমা বেগম এবং মো. আলম শেখ।

চিকিৎসাধীন আলম শেখ বলেন, দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে আমার। ছেলে সবুজ শেখকে সব জমি লিখে দিয়েছি। ছেলে তাকে কথা দিয়েছিল, সংসারের সব দায়িত্ব নেবে এবং আমার করা সব ঋণ পরিশোধ করবে। কিন্তু, জমি লিখে নেওয়ার পর ছেলে কথা রাখেনি। ঋণের কারণে পাওনাদারদের অপমান সহ্য করতে হচ্ছে। পাশাপাশি ছেলে ও ছেলের বউয়ের দুর্ব্যবহার তো রয়েছেই। তাই অতিষ্ঠ হয়ে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করেছি।

সবুজ শেখের চাচাতো ভাই জুয়েল রানা জানান, তার চাচা-চাচি সুস্থ হলে পারিবারিকভাবে বিষয়গুলো সমাধানের চেষ্টা করা হবে।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক স্নিগ্ধা আক্তার বলেন, বিষপান করে দুই জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নাজমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ