1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

গরু পাচারে বাধা দেওয়ায় কৃষককে গুলি করে হত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১০০ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে গরু পাচারে বাধা দেওয়ায় আবুল কাশেম (৪০) নামে এক কৃষককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলার গর্জনিয়া বড়বিল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ভাই মো. শহীদুল্লাহ বলেন, বুধবার দিবাগত রাতে ডাকাত শাহীনের দলের ২০-৪০ জন সদস্য আবুল কাশেমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে গুলি করে হত্যা করে। আজ সকালে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আবুল কাশেম কৃষিকাজের পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সম্প্রতি তিনি ডাকাত শাহীনকে মিয়ানমার থেকে গরু পাচারে বাধা দেন। সে কারণেই তাকে হত্যা করা হয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্বৃত্তের গুলিতে আবুল কাশেম নিহত হয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ