1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

পশ্চিমারা বিশ্বকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: পুতিন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৯৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, পশ্চিমারা বিশ্বকে সংঘাতের ঝুঁকিতে ঠেলে দিচ্ছে। বৃহস্পতিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে বিজয় অর্জনের দিবস উপলক্ষে রেড স্কয়ারে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।

পুতিন দাবি করেছেন, কাউকে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়াকে হুমকি প্রদানের সুযোগ দেওয়া হবে না।

তিনি জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসিকে রুশ সেনারা যে পরাজিত করেছিল তা ভুলে গেছে ‘অহংকারী’ পশ্চিমা অভিজাতরা।

পুতিন বলেন, ‘আমরা জানি এই ধরনের উচ্চাকাঙ্ক্ষার পরিণতি কী হয়। রাশিয়া বিশ্বব্যাপী সংঘর্ষ প্রতিরোধে সবকিছু করবে। তবে একই সাথে, আমরা কাউকে আমাদের হুমকি দেওয়ার অনুমতি দেব না। আমাদের কৌশলগত বাহিনী সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে।’

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘পশ্চিমারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষা ভুলে যেতে চায়। তবে আমরা মনে রেখেছি, মস্কো ও লেনিনগ্রাদ, রজেভ, স্ট্যালিনগ্রাদ, কুরস্ক এবং খারকিভের কাছে, মিনস্ক, স্মোলেনস্ক এবং কিয়েভের কাছে, মুরমানস্ক থেকে ককেশাস এবং ক্রিমিয়া পর্যন্ত তীব্র, রক্তক্ষয়ী যুদ্ধে মানবজাতির ভাগ্য নির্ধারণ করা হয়েছিল।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ