1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

শাহবাগে সড়ক অবরোধ: ১৩ জন আটক

  • আপডেট সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হয়

রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে সড়ক অবরোধ করায় ১৩ জনকে আটক করেছে পুলিশ।

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শনিবার (১১ মে) বিকেলে সড়ক অবরোধ করে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিপ্রত্যাশীরা। ফলে, ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাজিরুর রহমান রাইজিংবিডিকে বলেছেন, ‘তারা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয়। এ সময় ১৩ জনকে আটক করা হয়। তাদের থানায় নেওয়া হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে যাত্রা শুরু করেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরপ্রত্যাশীরা। শাহবাগ মোড়ে আসলে পুলিশের বাধার মুখে পড়ে পদযাত্রাটি। পরে সেখানেই ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বসে পড়েন তারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ