1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন

রোহিঙ্গাদের জন্য ইরানের খাদ্য সহায়তা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৫৪ বার দেখা হয়েছে

কূটনৈতিক প্রতিবেদক : মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। রোববার (১২ মে) ইরানের একটি প্রতিনিধিদল কক্সবাজরের উখিয়ায় ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী খামেনির দপ্তরের প্রতিনিধি ড. সাইয়্যেদ আলীযাদেহ মাহদি মুসাভী।

মঙ্গলবার (১৪ মে) ইরান দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা ইসলামী শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী খামেনির পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য এ খাদ্য সহায়তা পাঠানো হয়। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইরানের প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলমানদের প্রতি ইরানের সহায়তা অব্যাহত থাকবে। রোহিঙ্গারা ২০১৭ সালের আগস্টে বৃহৎ আকারে সঙ্কটে পড়ে। এর পর থেকেই রাষ্ট্রবিহীন এসব মানুষের প্রতি ইরানের সহায়তা অব্যাহত রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ