আন্তর্জাতিক ডেস্ক : লন্ডন থেকে যাত্রা করা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হঠাৎ ঝাঁকুনির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে এবং ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিমানটিতে ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিল। সিঙ্গাপুরগামী বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমানটি নির্দিষ্ট গন্তব্য বাতিল করে স্থানীয় সময় বেলা ৩টা ৪৫ মিনিটে ব্যাংককে জরুরি অবতরণ করে।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুসারে, ফ্লাইট এসকিউ ৩২১ বঙ্গোপসাগর অতিক্রম করার পরে তার নির্ধারিত উচ্চতা থেকে নেমে কয়েক মিনিটের মধ্যে ছয় হাজার ফুট উচ্চতায় চলে আসে।
যাত্রীরা জানান, বিমানটি হঠাৎ করে নিচে নেমে আসে এবং কেবিনের চারপাশে মানুষ ও জিনিসপত্র ছিটকে পড়ে।
অ্যান্ড্রু নামে এক যাত্রী বলেন, ‘বিমানটি নামার কয়েক সেকেন্ডের মধ্যে একটি ভয়ানক চিৎকার শোনা যায় এবং মনে হচ্ছিল যেন বজ্রপাতের আওয়াজ।’
তিনি জানান, যাত্রীদের ব্যাংকক বিমানবন্দরের একটি বিশেষ অংশে রাখা হচ্ছে।
অপর এক যাত্রী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিমানটি হঠাৎ করেই কাত হতে শুরু করে এবং সেখানে কাঁপতে থাকে।