জ্যেষ্ঠ প্রতিবেদক : যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার (২৫ মে) সন্ধ্যার পর থেকে বাকি সময়ের জন্য মেট্রোরেলের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে হাজারো যাত্রীকে বিভিন্ন স্টেশনে বিড়ম্বনায় পড়তে হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যাওয়ার অনুরোধ জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ। তখন যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। সেই সঙ্গে ঘোষণা দেওয়া হয়, যান্ত্রিক ত্রুটির কারণে আজ (শনিবার) আর মেট্রোরেল চলবে না।
তবে, মেট্রোল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।