চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মে) দুপুরে চামাগ্রাম ও দেবীনগর এলাকায় তাদের মৃত্যু হয়। এতথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান।
মৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহিম (৫৮) ও এই উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের বুলবুল হকের ৬ বছর বয়সী মেয়ে মোসা. মাহি খাতুন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ দুপুরে চামাগ্রামের বাড়ির আঙিনায় ধাতব তারে কাপড় নাড়তে গিয়ে বিদ্যুতায়িত হন আব্দুর রহিমের স্ত্রী। বিষয়টি টের পেয়ে তাকে বাঁচাতে গিয়ে আব্দুর রহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রী বেঁচে গেলেও মারা যান আব্দুর রহিম।
অন্যদিকে দেবীনগরের বাড়ির পাশের বৈদ্যুতিক চার্জে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানে বসে খেলা করছিল মাহি। তখন সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মাহিকে মৃত ঘোষণা করেন।
ওসি মিন্টু রহমান বলেন, পুলিশ দুটি মরদেহ উদ্ধার করেছে। সদর মডেল থানায় দুটি অপমৃত্যু (ইডি) মামলা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।