নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের বেনাপোলে মহাসড়কের শার্শা উপজেলায় নামাজ পড়তে বেরিয়ে কাভার্ডভ্যান চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৪ জুন) ভোর ৫টার দিকে সড়কের নাভারণ ফরেস্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে
নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে ও নাভারণ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দীন (৬২) ও জাপান-বাংলাদেশ এনজিওর নাভারণ শাখার নৈশ প্রহরী আলি বক্স (৬৬)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, এদিন ভোর ৫টার আগেই নাসির উদ্দীন বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার জন্য বেরিয়েছিলেন। পরে যশোর বেনাপোল মহাসড়কের নাভারণ বন বিভাগ অফিসের পাশের মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেনাপোলগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দিয়ে খাদে পরে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাভারণ হাইওয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিদ্ধার্থ মল্লিক। তিনি বলেন, নিহত শিক্ষকের ও নৈশ প্রহরীর মৃতদেহ যশোর হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।