1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

পুঁজিবাজার তদারকি কমিটি পুনর্গঠন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৮৬ বার দেখা হয়েছে
govt.finance

দীর্ঘদিন যাবত ধুঁকে ধুকে চলছিল দেশের পুঁজিবাজার। অর্থনীতির অন্যতম এ অঙ্গটি নীরবেই যেন তলিয়ে যাচ্ছিল এবং বিনিয়োগকারীদের মধ্যে চলছিল পুঁজি হারানোর হাহাকার। পুঁজিবাজারকে টেনে তুলতে অংশীজনদের নিয়ে বেশ কয়েকবার বৈঠকও করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পুঁজিবাজার উন্নয়নে অর্থমন্ত্রীর সঙ্গে অংশীজনদের মতবিনিময় সভার প্রস্তাবগুলোর যথাযথ বাস্তবায়নে সমন্বয় ও তদারকিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গত বছর একটি কমিটি গঠন করা হয়। এবার এ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, পুঁজিবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির কার্যপরিধি অপরিবর্তিত রেখে তৎকালীন অতিরিক্ত সচিব মাকসুরা নূর এনডিসির পরিবর্তে অতিরিক্ত সচিব আবদুল্লাহ হারুন পাশাকে সমন্বয়ক এবং সদস্যসচিব ড. নাহিদ হোসেনের পদমর্যাদা উপসচিবের পরিবর্তে যুগ্মসচিব করে কমিটি পুনর্গঠন করা হলো।

পুনর্গঠিত কমিটিতে সমন্বয়ক ও সদস্যসচিব ছাড়া আরও তিনজন সদস্য রাখা হয়েছে। তারা হচ্ছেন-বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক নির্বাহী পরিচালক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ