1. [email protected] : বাংলারকন্ঠ : বাংলারকন্ঠ
  2. [email protected] : বাংলারকন্ঠ.কম : বাংলারকন্ঠ.কম
  3. [email protected] : nayan : nayan
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

সাফজয়ী দলে ৬ জনই কলসিন্দুর স্কুলের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৬ বার দেখা হয়েছে

ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের নারী ফুটবল দল। টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে জয়ী বাংলাদেশ।

বুধবার (৩০ অক্টোবর) রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। এতেই ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার নারী ফুটবলের আতুরঘর খ্যাত কলসিন্দুর স্কুল এন্ড কলেজে মিষ্টি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশ নেয় কলসিন্দুর স্কুল এন্ড কলেজের সাবেক ৪ শিক্ষার্থী ও বর্তমান দুই শিক্ষার্থীসহ মোট ৬ নারী ফুটবলার। তারা হলেন, শামসুন নাহার সিনিয়র, শামসুন নাহার জুনিয়র, তহুড়া, সানজিদা, শিউলী আজীম ও মারিয়া মান্ডা। টুর্নামেন্টে তহুরা ভুটানের সঙ্গে তিন গোল, ভারতের সাথে দুই গোল ও শামসুনাহার জুনিয়র ১ গোল দিয়েছেন। তবে, ফাইনাল খেলায় সানজিদা ছাড়া ৫ জন অংশগ্রহণ করে।

কলসিন্দুর স্কুল এন্ড কলেজ মাঠে মিষ্টি বিতরণের সময় সাথী, রুজিনা, সাদিয়া, আফরোজা, মল্লিকা হাসিনা ও জীমসহ ৩৪ ক্ষুদে নারী ফুটবলার উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, কলসিন্দুর স্কুল এন্ড কলেজের ফুটবল কন্যাদের মা খ্যাত অধ্যাপক মালা রানী সরকার, ফুটবল কোচ জুয়েল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ