রোমানা রউফ চৌধুরী বুধবার অনুষ্ঠিত ১৪ তম বার্ষিক সাধারণ সভায় ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংক এশিয়া পিএলসি এর একজন পরিচালক।
রোমানা রউফ চৌধুরী ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।
এছাড়া তিনি কলাম্বিয়া বিজনেস স্কুল এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এক্সিকিউটিভ একাডেমিক ডিগ্রি অর্জন করেন। শিল্পখাতে ২৬ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন রোমানা রউফ চৌধুরী দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তাদের একজন, যিনি খাদ্য শিল্পে বেশকিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কারণে আলাদা ভাবে পরিচিত। বর্তমানে তিনি সি রিসোর্সেস গ্রুপ, সি ফিশার্স লিমিটেড এবং সি ন্যাচারাল ফুডস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি র্যাংগস গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের পরিচালক।